Waiting for the Goddess Get link Facebook X Pinterest Email Other Apps By Calcutta - September 21, 2009 Get link Facebook X Pinterest Email Other Apps Comments Indira Mukhopadhyay said… মাগো এসে আদর করে, বল্ না আবার নতুন করে, সোনার হাসি ঝরবে মুখে, আলোর বাঁশি বাজবে সুখে, সুহৃদ- মিতে থাকবে পাশে, যেন আবার শরত্ আসে ।পূজোর ডালি সাজিয়ে নিয়ে, ফুলের রেণু মেখে গায়ে, সুগন্ধী ফুল-চন্দন-আবীর ঢালি মোরা তোর দুপায়ে।তর সয়না আর যে আমার, ঢাকে কাঠি পড়বে আবার, আনবো তোকে শাঁখ বাজিয়ে, বোধন হবে উলু দিয়ে, তুই যে মোদের সদাই সহায়, পাঁচ দিনের এই মজার আশায়, ঘুচিয়ে দে মা আঁধার-কালো, সারা বছর দেখব আলো, হিংসা-দ্বন্দ দে ঘুচিয়ে, মিথ্যা-কালি দে মুছিয়ে, আকুল মোরা ব্যাকুল সবাই, (যেন) রাত পোহালেই তোর দেখা পাই ।
Comments
সোনার হাসি ঝরবে মুখে, আলোর বাঁশি বাজবে সুখে,
সুহৃদ- মিতে থাকবে পাশে, যেন আবার শরত্ আসে ।
পূজোর ডালি সাজিয়ে নিয়ে, ফুলের রেণু মেখে গায়ে,
সুগন্ধী ফুল-চন্দন-আবীর ঢালি মোরা তোর দুপায়ে।
তর সয়না আর যে আমার, ঢাকে কাঠি পড়বে আবার,
আনবো তোকে শাঁখ বাজিয়ে, বোধন হবে উলু দিয়ে,
তুই যে মোদের সদাই সহায়, পাঁচ দিনের এই মজার আশায়,
ঘুচিয়ে দে মা আঁধার-কালো, সারা বছর দেখব আলো,
হিংসা-দ্বন্দ দে ঘুচিয়ে, মিথ্যা-কালি দে মুছিয়ে,
আকুল মোরা ব্যাকুল সবাই, (যেন) রাত পোহালেই তোর দেখা পাই ।